কলকাতার টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। এবার ‘পাশের বাড়ির মেয়ে’ইমেজ ভেঙে ভিন্নধর্মী চরিত্রে হাজির হচ্ছেন। ‘মার্ডার ইন দ্য হিলস’ ওয়েব সিরিজে কিছুটা ধূসর চরিত্রে সামনে আসবেন সন্দীপ্তা।
প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণে এসেই অঞ্জন দত্ত বেছে নিয়েছেন এই নায়িকাকে। এতে অভিনয়ও করেছেন অঞ্জন। সন্দীপ্তার সঙ্গেও কিছু দৃশ্যে দেখা যাবে তাকে।
‘মার্ডার ইন দ্য হিলস’-এ সন্দীপ্তার চরিত্রের নাম ডা. নিমা প্রধান।
অভিনেত্রীর ভাষ্য, এ রকম চরিত্রে দর্শক তাকে আগে দেখেননি। কাজটি নিয়ে সন্দীপ্তা বলেন, অঞ্জনদা’র সঙ্গে কাজ করা মানে আমার কাছে একটা ওয়ার্কশপের মতো। অনেক কিছু শিখেছি। কাঁদার দৃশ্যে গ্লিসারিন অবধি ব্যবহার করতে হয়নি। অঞ্জনদা এমন কিছু একটা বলতেন, আমি নিজেই কাঁদতে শুরু করতাম।
এরই মধ্যে ওয়েব সিরিজের বেশ কিছু অংশের শুটিং হয়েছে দার্জিলিংয়ে।
অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা এখনও সন্দীপ্তার মনে স্পষ্ট। সেদিন আবেগ ধরে রাখতে পারেননি। কিছুটা ভারী হয়ে এলো অভিনেত্রীর গলা, ওই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। শটের পর আমাকে জড়িয়ে ধরেছিলেন অঞ্জনদা। ঘরে এসে কেঁদে ফেলেছিলাম।
এতে আরও অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, রাজদীপ গুপ্ত, রজত গঙ্গোপাধ্যায়, সুপ্রভাত দাস।
সূত্র- আনন্দবাজার পত্রিকা।
এম