‘মালা’র জন্য ঢাকায় কেক কাটলেন অঞ্জন দত্ত
অঞ্জন দত্তের ‘মালা’ শিরোনামের গানটি ১৯৯৩ সালে রিলিজ হয়। অধরা মালা যেন জীবন্ত কিংবদন্তি। প্রতিবছর ১২ মে আসে আর শত কাজের ফাঁকে আজও মালার সেই প্রেমিক গেয়ে ওঠেন, ‘এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার/এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।’ মালার প্রতি এতটাই প্রেম আজ ১২ মে (রোববার) ঢাকাতেই কেক কাটলেন অঞ্জন।
এর আগে গতকাল শনিবার (১১ মে) সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে কনসার্ট হয় পূর্বাচল এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ৩০০ ফিটের ঢাকা অ্যারেনায়। অঞ্জনকে নিয়ে এই কনসার্টের আয়োজন করেছে যৌথভাবে অ্যাসেন, জির্কুনিয়ামি ও আর্কলাইট ইভেন্টস।
গানের কথায় থাকা ১২ মে উপলক্ষে জনপ্রিয় গানের চরিত্র মালার স্মরণে পূর্বাচলের ঢাকা এরিনাতে কনসার্টের শেষে কেক কাটেন দুই বাংলার শ্রোতাপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা।
মঞ্চে উঠে অঞ্জন দত্ত গেয়ে শোনান ‘আমি বৃষ্টি দেখেছি’, থেকে শুরু করে ‘ম্যারিয়ান’, ‘বেলা বোস’, ‘ছাদের ধারের রেলিংটা’, ‘রঞ্জনা’,‘মালা’ গানগুলো।
মন্তব্য করুন