ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

'দঙ্গল' নিয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ , ১১:৩৮ এএম


loading/img

হিট সুপার হিট বলিউড সিনেমা 'দঙ্গল' নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান।

বিজ্ঞাপন

পাকিস্তান সেন্সর বোর্ডের দাবি, দঙ্গল'র শেষে যেভাবে ভারতের জাতীয় পতাকা দেখানো হয়েছে, তা কেটে ফেলতে হবে।

পাশাপাশি গীতা ফোগতের সোনার পদক জেতার পর ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়, সেটিও বাদ দিতে হবে।  

বিজ্ঞাপন

এতে আপত্তি জানিয়েছেন পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক-অভিনেতা আমির খান।

আমির খান বলেন, দঙ্গল সিনেমাটি পুরোটাই খেলার ওপর নির্ভর করে তৈরি। সেখানে কোথাও কোনোভাবে পাকিস্তানের প্রসঙ্গ টানা হয়নি।

তিনি আরো বলেন, ভারতের জাতীয়তাবাদকেই সিনেমায় তুলে ধরা হয়েছে। আর সেখানে ভারতের পতাকা কিংবা ভারতের জাতীয় সঙ্গীত বাদ দেয়ার বিষয়টি একেবারেই অনাকাক্ষিত ও দুঃখজনক।

বিজ্ঞাপন

সেকারণে 'দঙ্গল' পাকিস্তানে মুক্তি পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমির খান।

জানা গেছে, এরই মধ্যে ব্লকবাস্টার সিনেমায় পরিণত হয়েছে 'দঙ্গল'। পাকিস্তানে সিনেমাটি মুক্তি না পেলে ১০-১২ কোটি রুপির ক্ষতি হবে।

আমির খান ছাড়া আরো অভিনয় করেছেন সাক্ষি তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জায়রা ওয়াসিম।

 

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |