বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তারকার সন্তান হয়েও গ্ল্যামার দুনিয়ার সাথে কোন সম্পর্ক নেই সঞ্জয়কন্যা ত্রিশলা দত্তের। মায়ের মৃত্যুর পর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে পেশায় একজন সাইকোথেরাপিস্ট।
-
আরও পড়ুন... ৩০ বছর ধরে ভাত খান না মোশাররফ করিম!
সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ত্রিশলা। মানসিক অবসাদ, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক কাজ করেন তিনি। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তেমন কোন রাখঢাক করেন না এই তারকা কন্যা। এবার নিজের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে ত্রিশলা জানান, ঠিক কী কারণে সম্পর্কে আবদ্ধ থেকেও কোনও নারী বা পুরুষ তার সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এরপর এই বিষয়ে ফলোয়ারদের কাছে জানতে চান তিনি। সেখানে একজন অনুরাগী ত্রিশলাকে জিজ্ঞাসা করেন, আপনার সবচেয়ে দীর্ঘ সম্পর্ক কতদিন টিকেছিলো? সেটা কীভাবে শেষ হল?
-
আরও পড়ুন... ১৩১ বছরের পুরনো রেকর্ড এখন তামিমের দখলে
প্রশ্নটি না এড়িয়ে সাফ জবাব দিয়েছেন ত্রিশলা। তিনি বলেন, 'আমাদের সম্পর্ক টিকেছিলো সাত বছর। আমাদের মধ্যে নানান বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। আমরা একসঙ্গে সেই সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।'
তিনি আরও বলেন, 'আমরা দুজনেই ভিন্ন ভাবে জীবনের পথে এগিয়েছি, বেড়ে উঠেছি। এমনটা ঘটেই থাকে। আজ সে বিবাহিত, সন্তানদের বাবা। ওর জন্য সবসময় আমার শুভকামনা রয়েছে।’
এছাড়াও নিজের প্রয়াত এক বয়ফ্রেন্ডকে নিয়ে প্রায়ই আবেগঘন স্ট্যাটাস দেন ত্রিশলা। ২০১৯ সালের ২ জুলাই তার সেই ইতালীয় প্রেমিকের মৃত্যু হয়। যদিও প্রয়াত প্রেমিকের নাম কোনওদিন প্রকাশ্যে আনেননি সঞ্জয়কন্যা। এমনকি কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়েও কিছু বলেননি। সূত্র: হিন্দুস্থান টাইমস
এনএস