ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দাবি আদায়ে ভাস্কর্য উল্টালেন শিক্ষার্থীরাই

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ , ০১:২১ পিএম


loading/img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরাই উল্টো করেছে তাদের বানানো সব ভাস্কর্য। জানালেন চারুকলা বিভাগের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তাফা শরীফ আনোয়ার।  

বিজ্ঞাপন

বিভাগের উন্নতির দাবিতে নিজেদের বানানো ভাস্কর্য উল্টো করে এমন প্রতিবাদ করেছেন বলে জানান ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী। 

এদিকে অধ্যাপক মোস্তাফা শরীফ আনোয়ার বলেন, কয়েকজন শিক্ষার্থী এমন কাজ করেছে। এ ঘটনায় নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

এরই মধ্যে এ ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষকরা বৈঠকে বসেছেন।

এর আগে সোমবার রাতে চারুকলার এই ভাস্কর্যগুলো উল্টানো অবস্থায় দেখা যায়। পরে চারুকলা বিভাগের শিক্ষক মনির উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একজন অফিস সহকারি ভাস্কর্যগুলো উল্টানো দেখতে পান। তখন তিনি চারুকলা বিভাগের শিক্ষকদের খবর দেন।

তিনি আরো বলেন, ভাস্কর্যগুলো সব সময় মাঠে থাকে। কিন্তু সোমবার রাতে সেগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের সামনে কে বা কারা রেখে যায়।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |