ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

‘থলথলে বৌদি’ শ্রীলেখা আমায় ব্লকিয়েছে: রিমঝিম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মে ২০২১ , ০২:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

বুধবার (২৬ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পোস্টটি মূলত আরেক অভিনেত্রী রিমঝিম মিত্রের সোশ্যাল মিডিয়ায় করা একটি কমেন্টের স্ক্রিনশট। যেখানে কুরুচিকর ভাষায় শ্রীলেখাকে নিয়ে মন্তব্য করা হয়েছে। শুধু তাই নয়, বডি শেমিং নিয়েও ইঙ্গিত দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

রিমঝিম লিখেছেন, ‘থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?’

বিজ্ঞাপন

এই কমেন্টের স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘আগে নিজের দিকে নজর দাও। চাই না এটা নিয়ে খবর হোক। বেশি পাত্তা পেয়ে যাবে।’

এদিকে শ্রীলেখা পোস্টটি শেয়ার করার পরই নেটাগরিকদের রোষের মুখে পড়েন রিমঝিম। শ্রীলেখার পোস্টে সুজয়প্রসাদ লিখেছেন, ‘তুমি কীভাবে এটা লিখলে রিমঝিম? শেষ পর্যন্ত তুমিও? আমি তোমার থেকে জবাব চাইছি কারণ আমি তোমায় ছোট থেকে চিনি। তোমার মতোই শ্রীলেখাও আমার খুব প্রিয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |