লাকী আখন্দ আর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ , ০৭:৪৩ পিএম


লাকী আখন্দ আর নেই

প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক, গায়ক মুক্তিযোদ্ধা লাকী আখন্দ মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আরমানীটোলা বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর দীর্ঘদিন ফুসফুসে ক্যানসারজনিত রোগে ভুগছিলেন তিনি। 

বিজ্ঞাপন

১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখন্দের প্রথম সলো অ্যালবাম লাকী আখন্দ প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল হ্যাপি টাচ-এর সদস্য। তার সংগীতায়জনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না।

লাকী আখন্দের জন্ম ১৯৫৬ সালের ১৮ জুন। ৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সংগীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন।

বিজ্ঞাপন

১৯৮৭ সালে ছোট ভাই ‘হ্যাপী আখন্দের’মৃত্যুর পরপর সংগীতাঙ্গন থেকে তিনি অবসর নেন। দীর্ঘদিনের বিরতি শেষে সম্প্রতি তিনি আবারো অ্যালবাম করছেন দুই বাংলাকে এক সুরে বেঁধে।

১৯৬৯ সালে লাকী আখন্দ পাকিস্তানি আর্ট কাউন্সিল থেকে বাংলা আধুনিক গানে পদক লাভ করেন ।

এমসি/সি

বিজ্ঞাপন

গেল সপ্তাহে সুস্থ হয়ে ফেরেন লাকী আখন্দ

লাকী আখন্দের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission