প্রথমবারের মতো দেশীয় কোনো ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করলেন মেঘলা মুক্তা। তেলেগু ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করলেও ঢালিউডে প্রধান চরিত্রে অভিনয় করা হয়নি তার।
এবার সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ ছবির মাধ্যমে সেই সুযোগ পেলেন তিনি।
মেঘলা মুক্তা বলেন, ‘বাংলাদেশের অনেকগুলো ছবি অভিনয় করেছি। এমন নয় যে ছবিগুলোতে আমার চরিত্র গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছি। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ করেছি।
জানা গেছে,‘পায়ের ছাপ’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। নারীকেন্দ্রিক গল্পের ছবিটির কাহিনি এগিয়েছে একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প নিয়ে। আর এই নারীর চরিত্রে দেখা যাবে মেঘলাকে।
তিনি যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এছাড়া ভারতের তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাবুডু’ ছবিতে অভিনয় করেছেন। যেটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতে দেড়শ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
এম