ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রাবন্তীর ‘কোকা কোলা’ খাবেন না রোনাল্ডো, নেট দুনিয়ায় হাস্যরস

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ , ০৪:৫২ পিএম


loading/img
ছবিতে রোনাল্ডো-শ্রাবন্তী।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। হাঙ্গেরি ম্যাচের আগে একটি সাংবাদিক সম্মেলনে ঠান্ডা পানীয়ের দু’টো বোতল সরিয়ে পানির বোতল তুলে নিয়ে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

এই ঘটনাকে কেন্দ্র করেই বিশ্ব বাজারে সেই ঠাণ্ডা পানীয়ের দর নেমে গেলো প্রায় ৩০ হাজার কোটি রুপি। ওই ঘটনাটি টেনেই এবার শ্রাবন্তী শ্রাবন্তীর সঙ্গে রোনাল্ডোর নাম জুড়লেন এক নেটিজিন।

প্রশ্ন আসতে পারে রোনাল্ডোর পানীয়ের বোতল সরানোর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক কী? কানেকশনটা হলো ২০১১ সালে শ্রাবন্তী ও সোহম জুটির ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবিটি বেশ জনপ্রিয় হয়। ছবির গান ‘কোকা কোলা’ও পেয়েছিল শ্রোতাপ্রিয়তা। সেখানে সোহম ও শ্রাবন্তীকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যায়।

এবার ওই ব্যক্তি প্রযুক্তির সাহায্যে সোহমের পরিবর্তে রোনাল্ডোকে বসিয়েছেন। তার সঙ্গে গানের দু’টি পংক্তি জুড়ে দেন। নেটাগরিকের মিমে দেখা যায় রোনাল্ডো হেসে হেসে শ্রাবন্তীকে বলছেন ‘যতই বলো আমায় বোকা ভোলা আরে বোকা ভোলা, খাবো না তোর আমি কোকা কোলা’।

বিজ্ঞাপন

মিমটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |