ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

‘আগুন’ নিয়ে  আসছেন আরমান আলিফ

বিনোদন ডেস্ক

বুধবার, ০৭ জুলাই ২০২১ , ০৪:২৩ পিএম


loading/img
মডেল অনিন্দিতা মিমির সঙ্গে আরমান আলিফ।

অপরাধী গানের পর একের পর এক গান উপহার দিয়েছেন সঙ্গীতশিল্পী আরমান আলিফ। শ্রোতা মাতানো সেই গায়ক আবারও নতুন গান নিয়ে আসছেন। 

বিজ্ঞাপন

তার নতুন গানের নাম  ‘আগুন’ । এবারের  ঈদ উপলক্ষে গানটির মিউজিক ভিডিও ১৫ জুলাই লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হবে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির লেখা ও সুর আরমান আলিফের নিজেরই। সঙ্গীত আয়োজন করেছেন সজীব।

আরমান আলিফ বলেন,  গানটি গাইতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘আগুন’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই আরামদায়ক। আশা করছি ‘অপরাধী’র মতো ‘আগুন’ও শ্রোতা-দর্শকের মনজয় করবে।

বিজ্ঞাপন

উত্তরায় গানটির ভিডিও ধারণ শেষ হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন গীতিকার,সরকার ও নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। ‘আগুন’ গানটির ভিডিওতেও দেখা যাবে আরমান আলিফকে। তার সঙ্গে মডেল হয়েছেন আলিফ খান ও অনিন্দিতা মিমি।

বলে রাখা ভালো, ২০১৮ সালে ‘অপরাধী’ শিরোনামে গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। প্রথম বাংলাদেশি কোনো বাংলা গান ইউটিউবে ১০ কোটি দর্শক ভিউয়ের রেকর্ড গড়ে। বর্তমান এই গানের ইউটিউব ভিউ প্রায় ৩১ কোটি, যা দেশীয় বাংলা গানে রেকর্ড। প্রথম গানের পর  আরও প্রায় ৪০টি গান প্রকাশিত হয়েছে আরমান আলিফের।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |