ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিয়ে করলেন প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ জুলাই ২০২১ , ১২:৪৬ পিএম


loading/img

বিয়ে করেছেন লাক্স তারকা প্রসূন আজাদ। বর ফারহান গাফফার। পেশায় একজন ব্যবসায়ী। গেলো শুক্রবার (৩০ জুলাই) দুই পরিবারের উপস্থিতিতে সীমিত পরিসরে এই অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজী অফিসও বন্ধ। তাই পাত্রী নিজ বাসায় আর বরপক্ষ মসজিদে গিয়ে বিয়ে সম্পন্ন করা হয়েছে।

প্রসূন বলেন, ‘আমাদের বিয়ের পর্বটা শেষ হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনো চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।’

বিজ্ঞাপন

বর ফারহানের সম্পর্কে তিনি বলেন, ‘কবে থেকে ফারহানের সঙ্গে আমার পরিচয় দিনক্ষণ ঠিক করে তা বলতে পারব না। তবে আমরা দীর্ঘদিন ধরেই ভালো বন্ধু। ফারহান তার কাজের ফাঁকে মাঝে মধ্যে আমাকে সময় দেয়। ওর সঙ্গে সহজে মিশতে পারি। ও খুবই সাদামাটা সাধারণ একজন মানুষ। নিয়মিত নামাজ পড়েন। সব দিক থেকেই আমার মনে হয়েছে এই লোকটার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়া যেতে পারে।’

এর আগে ঘরোয়া আয়োজনে নিজের হলুদ পর্ব সেরেছেন প্রসূন। ঘরোয়া পরিবেশে হলুদের আয়োজনের সেই মুহূর্তগুলি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |