• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

কেউ পার পাবে না: পরীমণির হুমকি (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ০৮:২৭
কেউ পার পাবে না: পরীমণির হুমকি
পরীমণি

বিপুল পরিমাণ মাদকসহ নিজ বাসা থেকে চিত্রনায়িকা পরীমণিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৪ অক্টোবর) বিকাল ৪টার কিছু আগে তার বাসভবনে যায় র‌্যাবের একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে ফেসবুকে লাইভ শুরু করেন পরীমণি। দীর্ঘ প্রায় ৩২ মিনিট লাইভে ছিলেন তিনি।

লাইভের এক পর্যায়ে মোবাইল ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় পরীমনিকে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে কেউ কিছু করে পার পাবে না, এত সোজা না। মরতে তো হবেই, নিয়ে মরবো।’ এরপর তিনি কলটি কেটে দেন।

এরপর তাকে বলতে শোনা যায়, 'আমি মরবো আর দুনিয়া দেখবে না, সেটি কী করে হয়? আমি লাইভ কাটবো না। যতক্ষণ না থানা থেকে লোকজন আসে, মিডিয়া আসে ততোক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা আমার অবস্থা বুঝতে পারছেন। বনানী থানা এখানেই, অথচ কেউ আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম।'

বুধবার (৪ আগস্ট) বিকাল থেকে র‍্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসার সামনে অবস্থান নেন। এরপর র‍্যাবের কয়েকজন সদস্য পরীমণির বাসায় যান। র‍্যাব পরিচয় দিলেও প্রথমে তিনি দরজা খুলেননি। কিছু সময় পর বাসার দরজা খুলে দেন নায়িকা। তখনও লাইভ চলছিল। এরপর র‍্যাবের হস্তক্ষেপে লাইভ বন্ধ করতে বাধ্য হন পরীমণি।

পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি উদ্ধারের দাবি করেছে র‍্যাব। এছাড়া ক্রিস্টাল আইস এবং মদ জব্দ করা হয়েছে। বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

পরীর বাসায় সেসব মাদক জব্দ

পরীর বাসায় কেন শত শত মদের বোতল?

অভিনেতা নজরুল রাজের বাড়িতে র‍্যাবের অভিযান

পরীর বিরুদ্ধে যত অভিযোগ

হাউমাউ করে কাঁদছেন পরিমনি

পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি-আইস উদ্ধার

কেউ পার পাবে না: পরীমণির হুমকি

৫০ মডেল-অভিনেত্রীর তালিকা র‌্যাবের হাতে

কেউ পার পাবে না: পরীমণির হুমকি

পরীর সঙ্গী রাজও আটক

পরীর বিরুদ্ধে মামলা করবেন সেই নাসির

র‌্যাব সদর দপ্তরে পরীমণি

পরীমণিকে গাড়িতে তুলতে আইনশৃংখলা বাহিনীর হিমশিম

পরীমণিকে নিতে র‌্যাবের গাড়ি

পরীর বিরুদ্ধে দুই অভিযোগ

নায়িকা পরী আটক হতে পারেন

পরীমণির বাসায় র‌্যাবের নারী সদস্যরা

র‍্যাবের অভিযান টের পেয়েই লাইভে পরীমণি!

পরীমণির বাসায় র‌্যাবের অভিযান

দরজা খুলে যা দেখলেন পরীমণি

পুলিশ-সাংবাদিকদের জন্য আকুতি পরীমণির (ভিডিও)

পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে কারা? (ভিডিও)

এনএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজার সৈকতে পর্যটক হত্যায় কাউন্সিলর আটক
ছুটিতে বাড়িতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার