ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

যে কারণে তিন বছর পরীর খরচ চালিয়েছেন রাজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ , ১১:০৪ এএম


loading/img
রাজের সঙ্গে পরীমণি

সমাজের তথাকথিত উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিতেন অভিনেতা-প্রযোজক নজরুল ইসলাম রাজ (নজরুল রাজ)। এছাড়াও বিভিন্ন মডেলকে নিয়ে ঘরোয়া পার্টি করতেন তিনি। মাদকসহ বিকৃত যৌনাচারে ব্যবহৃত অনেক সরঞ্জামসহ র‍্যাবের হাতে আটক হন রাজ। তার বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে আবারও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জিজ্ঞাসাবাদে পরীমণি মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন। তবে রাজ স্বীকার করেছেন, উঠতি অনেক মডেলকে তিনি ফাঁদে ফেলেছেন।

রাজের দাবি, গ্রাম থেকে ঢাকায় আসার পর পরীমণিকেও তিনিই আশ্রয় দেন। প্রথম তিন বছর পরীমণির খরচ বহন করেন তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, পরীমণির প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।

র‌্যাব জানিয়েছে, পরীর গডফাদার হিসাবে পরিচিত নজরুল রাজ একেক সময় একেক পরিচয়ে চলাফেরা করেন। কখনও চিত্রপরিচালক, কখনও ব্যবসায়ী আবার কখনও রাজনীতিবিদ। প্রতারণার মাধ্যমে তিনি অঢেল টাকার মালিক বনে গেছেন।

প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুরে। চলচ্চিত্র ও নাটক প্রযোজনার পাশাপাশি অভিনয় করেন তিনি। ২০১৯ সালের জুলাইয়ে রাজ মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন নজরুল রাজ। সেখানেই একটি গোপন কক্ষ এবং বিশেষ বিছানার সন্ধান পেয়েছে র‍্যাব। ধারণা করা হচ্ছে, এই কক্ষটিতে পর্নোগ্রাফি তৈরি করা হতো।

বিজ্ঞাপন

এদিকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল রাজের সদস্যপদ স্থগিত করেছে টিভি নাটকের প্রযোজকদের শক্তিশালী সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)’। সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে যদি নজরুল রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন তাহলে তার সদস্যপদ পুনঃবহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাবের সদস্যপদ হারাবেন তিনি।

সংগঠনটির সংবিধানের ১৩ এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে। আর তাই টেলিপ্যাবের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত হয়ে কার্যনির্বাহী সদস্যদের সমর্থনে শুক্রবার (৬ আগস্ট) নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |