ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গ্রেফতার হয়েও পরীমণির পোয়াবারো ফেসবুকে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ , ১২:৩৩ পিএম


loading/img
পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। সিনেমার পর্দা থেকে বিলাসী জীবন, নানা বিতর্ক। এরপর আদালতের বারান্দা। আলোচনা কিংবা সমালোচনার টেবিলে তার অবাধ বিচরণ।  শুধু তাই নয় এবার দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বেশি ফলোয়ারও তার দখলে।

বিজ্ঞাপন

সূত্র বলছে, ৭ জুনের বোট ক্লাবকাণ্ড ও ৪ আগস্টের গ্রেপ্তার, দুই ঘটনায় দুই মাসে ফেসবুকে তার অনুসারী বেড়েছে ২০ লাখ। জুনে পরীমণির অনুসারী ছিল ১ কোটি ১৭ লাখ, এখন তা বেড়ে হয়েছে ১ কোটি ৩৭ লাখ! দেশের বিনোদন অঙ্গনের আর কোনো তারকাশিল্পীর এত অনুসারী নেই।

পরীমণির প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন। প্রথম সিনেমা মুক্তির আগেই দুই ডজনের বেশি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন এই নায়িকা। তখন থেকেই জীবনাচরণ ও খামখেয়ালিপনার জন্য মানুষের নজরে আসেন পরী। তার অভিনীত ২০টির বেশি মুক্তি পাওয়া সিনেমার একটিও ব্যবসা সফলতা পায়নি। 

বিজ্ঞাপন

আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |