ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দিনশেষে ফারিয়াকে যে বাজে কথাগুলো শুনতে হয়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ আগস্ট ২০২১ , ০১:০৬ পিএম


loading/img
ফারিয়া শাহরিন

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। খানিকটা স্পষ্টভাষী তিনি। বিভিন্ন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের মতবাদ প্রকাশ করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি দেয়া নিয়ে প্রায়ই ট্রোলড হতে হয় এই সুন্দরীকে। শুধু তাই নয়, মাঝে মাঝে অনেকেই আপত্তিকর প্রশ্ন করেন তাকে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিয়া লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার? কোনো নষ্টামি, ভন্ডামি লুচ্চামি না করেও দিন শেষে শুনতে হয় চামড়া বেচতে গেছিস বিদেশ, কত টাকা কামাইলি? কার ফ্ল্যাটে উঠলি? প্রতি রাতের রেট কত? মদ থাকলে সরিয়ে ফেল, কার কার বিছানা গরম করলি?’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতোগুলো বছর ভালো থাকলাম, এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাল, নিজেকে তাও কন্ট্রোল করলাম। দিনশেষে কি পেলাম আমি, মা... নামক একটা উপাধি। আর কিছু না। খুব কষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়। কত অসহায় আমরা’

ছোট বোনের কনভোকেশনের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ফারিয়া। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। দেশে না থাকলেও এমন আপত্তিকর কথা শোনা থেকে রেহাই পাচ্ছেন না এই লাক্স তারকা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সর্বশেষ ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় এসেছিলেন ফারিয়া শাহরিন। নাটকটিতে অন্তরা চরিত্রে দেখা গেছে তাকে।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |