ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সন্দীপ্তা থাকলে অন্য নারীর প্রেমে পড়ার প্রয়োজন নেই: রাহুল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ , ০১:৩২ পিএম


loading/img
রাহুল ও সন্দীপ্তা

টালিউড অভিনেতা রাহুল ব্যানার্জি। দর্শকের কাছে তিনি অন্যতম সেরা প্রেমিক। আর তাই এই অভিনেতার ব্যক্তিজীবনের প্রেমও বেশ চর্চিত। বার বার নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বাস্তবের চিত্রটা খানিকটা ভিন্ন। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিচ্ছেদের পর তার জীবনে কত নারী এসেছে সেটি জানতে মুখিয়ে থাকেন অনেক উৎসুক ভক্ত।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রাহুল জানান, 'বন্ধুত্ব আর প্রেম এক নয়। জীবনে আমি কিছুই লুকিয়ে করিনি। এবারও যদি প্রেম হয়, লুকবো না।'

এদিকে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তুমি আসবে বলে’ সম্প্রচার হওয়ার পর থেকেই অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে রাহুলের প্রেমের খবর চাউর হয়েছে। টালিপাড়ায় কান পাতলেই শোনা যায়, দুজনকে একসঙ্গে নাকি বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে দেখা গেছে। যদিও জনসমক্ষে সেভাবে ধরা দেননি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রাহুল বলেন, 'আমাদের বন্ধুত্ব আগের মতো নেই। কারণ এখন তার থেকেও গভীর হয়েছে। রাত-বিরাতে বিপদে পড়লে আমি সবার প্রথমে সন্দীপ্তাকেই ফোন করব। আমরা এতটাই ভাল বন্ধু। তবে আমি খুবই প্রেমিক মানুষ। কিন্তু সেই প্রেমে সব সময়ে নারীর অস্তিত্বের প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি না। সন্দীপ্তার মতো বন্ধু থাকতে আর কী চাই!'

তিনি আরও বলেন, 'আমাদের নিয়ে অনেক রটনা আছে জানি। কিন্তু আমি বা সন্দীপ্তা কেউই সেটা কখনও বলিনি। হয়তো আমাদের অনেক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে বলে মানুষের এমন মনে হয়। তার একটা বড় কারণ, সন্দীপ্তা এবং আমার বাড়ির মধ্যে দূরত্ব খুব কম। আর একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, একই জায়গায় যেতে হলে দুটো গাড়ির তেল খরচ না করাই উচিত। অত বড় তারকা হয়ে যাইনি আমরা।'

অন্যদিকে রাহুলের ব্যাপারে সন্দীপ্তা জানান, ‘বহুবার বলেছি, আবারও বলছি, রাহুল আর আমি শুধুই বন্ধু। আমাদের মধ্যে এর বাইরে আর কোনও সম্পর্ক নেই। এই সত্যিটা পাঠকরা বিশ্বাস করুন প্লিজ। আমি ক্লান্ত এই বিষয়টা নিয়ে বলতে বলতে। মানুষ আমায় এতদিন ভালোবেসেছেন আমার অভিনয়ের জন্য। এর মধ্যে সম্পর্ক, জটিলতা টানার কী প্রয়োজন? বুঝি, দর্শকদেরও আগ্রহ থাকে। কিন্তু রটনায় কান দেবেন না। ঘটনাটা জানা খুব জরুরি।’

বিজ্ঞাপন
Advertisement

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |