অমর নায়ক সালমান শাহ। নব্বই দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো তার আবির্ভাব। মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তার রয়েছে অসংখ্য ভক্ত। বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থাতেই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ।
মৃত্যুবার্ষিকীতে প্রয়াত এই নায়ককে স্মরণ করে নিজের ফেসবুক পেজে ববি লিখেছেন, ‘হিরোর পরিপূর্ণ উদাহরণ আপনি। তারা সৌভাগ্যবান যারা আপনাকে পেয়েছে, আর আমরা রয়ে গেলাম দুর্ভাগাদের কাতারে। কিন্তু অন্তরের অন্তস্থল থেকে সবসময়ই আপনি ছিলেন, আছেন, থাকবেন। আপনার প্রতিটি লুক, স্টাইল, অভিনয়ের অনুকরণ করেই প্রতিনিয়ত তৈরি হবে নতুন নতুন চরিত্র। বেঁচে থাকুন সবার মাঝে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে উজ্জ্বলতম তারকা হয়ে।’
উল্লেখ্য, আজ সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী। এই নায়কের অকাল মৃত্যু আজো মেনে নিতে পারেননি তার ভক্তরা। ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই তার ছবি চোখের সামনে ভেসে উঠে সবার আগে। তার মৃত্যু নিয়েও রয়েছে খানিকটা ধূয়াশা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই আঁধার কাটেনি।
এনএস