ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মাদককাণ্ড: অনন্যার বিরুদ্ধে নতুন অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯:১৭ এএম


loading/img

শাহরুখপুত্র আরিয়ান খানের মাদককাণ্ডে বর্তমানে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। কয়েক দিন ধরেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জেরার মুখে তিনি। অনন্যার দুটি মোবাইল ও একটি ল্যাপটপ জমা নিয়েছিল এনসিবি। তদন্তকারী অফিসাররা সন্দেহ করছেন, সেগুলো থেকে একাধিক তথ্য মুছে ফেলেছেন চাঙ্কিকন্যা। আজ সোমবার (২৫ অক্টোবর) ফের এনসিবি অফিসে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

আরিয়ান খানের হোয়াটসঅ্যাপে অ্যানি নামের একজনের সঙ্গে কথোপকথন হাতে আসে এনসিবি কর্মকর্তাদের। সেই অ্যানিই হলেন অনন্যা। ২০১৮-১৯ সালের সেই পুরনো চ্যাটে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অনন্যা।

অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’ যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনও হাতে পায়নি তারা। অনন্যাও দাবি করেছেন, নিছক রসিকতা করতেই ওইসব কথা বলেছিলেন তিনি। গাঁজা যে নিষিদ্ধ, সে কথা জানতেনই না এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

তবে এবার অনন্যার বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। আর সেটি হলো- তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, যে হোয়াটসঅ্যাপ চ্যাট অনন্যা ডিলিট করেছেন তাতে আর্থিক লেনদেনের কথাও হয়েছিল।  অনন্যার ডিলিট করা চ্যাটের কয়েকটি অংশ পুনরুদ্ধার করা হয়েছে। অভিনেত্রীর গ্রেপ্তারির জল্পনাও শোনা যাচ্ছে।

এদিকে অনন্যা পাণ্ডের সঙ্গে বলিউড অভিনেতা ঈশান খট্টরের প্রেমের গুঞ্জন অনেক দিনের। যদিও দুজনের কেউই সেই সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। গত শনিবার (২৩ অক্টোবর) অনন্যার সঙ্গে দেখা করতে ফুলের তোড়া নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন ঈশান। তার আগে রাস্তার পাশে দোকান থেকে ফুল কেনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

মাদককাণ্ডে নাম জড়ানোর পর থেকে অনন্যা যে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। আর ঠিক সে কারণেই বান্ধবীর মন ঠিক করতে সোজা তার বাড়ি পৌঁছে যান ঈশান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘খালি পিলি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অনন্যা ও ঈশান। সেই সিনেমার শুটিং সেট থেকেই তাদের প্রেমের শুরু বলে গুঞ্জন শোনা যায়। এমনকি দুজনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা যায়।

সূত্র: সংবাদ প্রতিদিন

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |