ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

টানা ১২ ঘণ্টা নায়িকার চোখ বেঁধে রাখা হয়!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ০৪:৫৭ পিএম


loading/img

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তার পরবর্তী সিনেমা ‘ব্লার’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমায় কাজ করতে গিয়ে টানা ১২ ঘণ্টা চোখ বেঁধে রেখেছিলেন নায়িকা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তাপসী তার চরিত্রের আবেগ পুরোপুরি অনুভব করতে চেয়েছিলেন। অন্ধ মানুষের অনুভূতির জন্য টানা ১২ ঘণ্টা নিজের চোখ বেঁধে রেখেছিলেন। সকাল ৭টায় চোখে তুলা দিয়ে চোখ বেঁধে নেন তিনি। এরপর প্রতিদিনের কাজকর্ম করে যান। চোখ বাঁধা অবস্থায় ফোনকল রিসিভ করা, খাওয়াদাওয়া করা, কলাকুশলীদের সঙ্গে কথা বলা থেকে সবকিছু করেন নায়িকা।

তাপসী বলেন, ‘ব্লার সিনেমার কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। এই সিনেমার সঙ্গে আমার একরাশ আবেগ জড়িয়ে আছে। সিনেমাটির শুটিং শেষ হয়ে যাওয়ার পর দারুণভাবে উদ্‌যাপন করব। আগামী দিনে আমি আমার পছন্দমতো ব্যতিক্রমী সব সিনেমা দর্শকের সামনে নিয়ে আসব।’ প্রসঙ্গত, স্প্যানিশ সিনেমা ‘জুলিয়াজ আইজ’-এর হিন্দি রিমেক ‘ব্লার’। এতে তাকে যমজ দুই বোনের ভূমিকায় দেখা যাবে। এই সিনেমায় এক মহিলা তার যমজ বোনের রহস্যময় মৃত্যুর তদন্তে জড়িয়ে পড়বে। অজয় বহেল পরিচালিত এই সিনেমায় তাপসীর স্বামীর চরিত্রে আছেন অভিনেতা গুলশান দেবৈয়া।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |