ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্রীতির কোলে জয় না জিয়া ?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১ , ০৩:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গেল নভেম্বরে যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি জিনতা। সারোগেসির মাধ্যমে এই যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি ও জেন গুডএনাফ।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে এই খবর দেওয়ার পর বেশ কিছুদিন পার হয়েছে। কিন্তু সন্তানদের ছবি সামনে আনছিলেন না অভিনেত্রী। কেবল জানা গিয়েছিল দুই সন্তানের নাম রেখেছেন জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। বলার অপেক্ষা রাখে না প্রীতির ভক্তরা তার সন্তানদের ছবি দেখার জন্য উন্মুখ ছিলেন।

হয়তো তাদের কথা চিন্তা করেই সবার জন্য ছবি দিলেল নায়িকা। নিজের ইনস্টাগ্রামে সন্তানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন প্রীতি। সেখানে লিখেছেন, বার্প ক্লথস, ডাইপারস এবং বাচ্চারা! আমি খুব ভালোবাসি এই সব কিছুই।

বিজ্ঞাপন

তবে প্রীতির কোলে জয় না জিয়া তা বোঝা যায়নি, স্পষ্ট করেননি নায়িকাও। মুখ না দেখালেও বাচ্চার ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।

২০১৬ সালে প্রীতি বিয়ে করেন জিন গুডএনাফকে। ভালোবেসে বিয়ে করে মার্কিন মুলুকেই থাকেন নায়িকা। যদিও এর আগে বেশ কয়েকবার প্রেমে নাম জড়িয়েছে প্রীতির। তবে জিনের সঙ্গে তার বিয়ে এবং প্রেম সফল। তাদের প্রেমের নানা গল্প মাঝেমধ্যেই শোনা যায়।

কেইউ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |