ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সিনেমায় ফিরছেন রত্না

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ , ১১:৫৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়িকা রত্না। সময়ের কালক্রমে তিনিও অভিনয় থেকে দূরে সরে গেছেন। মাঝে লেখাপড়া ও সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। করোনা প্রকোপের আগে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেটা আর হয়নি। অবশেষে সে সুসময় তার সামনে।ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

বিজ্ঞাপন

মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত জুয়েল ফারসির ‘অরুন বরুন কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরান পাখি’, সরকারি অনুদানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’।

নতুন করে আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়া প্রসঙ্গে রত্না বলেন, ‘দেখতে দেখতে বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছি। সাত বছর-লাকি সেভেন। সত্যিই আমি ভাগ্যবতী, আমার দাম্পত্য জীবনটা বেশ সুখে কাটাচ্ছি। এখন সন্তানরা অনেকটা বড় হয়েছে। তাই কাজ শুরু করেছি। আশা করছি আমার অভিনীত সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক আমাকে নতুনরূপে দেখতে পাবেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০১ সালের সেলিম আযম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় রত্নার অভিষেক হয়। এরপর ‘মরণ নিয়ে খেলা’, ‘ইতিহাস’, ‘পড়ে না চোখের পলক’, ‘তুমি শুধু আমার’, ‘তুমি কী সেই’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘অঙ্ক’, ‘হিংসা প্রতিহিংসা’ আরও বেশকিছ দর্শকপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন।

কেইউ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |