ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন চিত্রনায়িকা নাসরিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ , ০৭:৫৩ পিএম


loading/img
চিত্রনায়িকা নাসরীন

ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এ দুটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন মিশা সওদাগর-জায়েদ খান ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম নাসরিন। কারণ কোনো প্যানেলের ধার ধারেননি তিনি। বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সোমবার (১১ জানুয়ারি) নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন নাসরিন। স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে নাসরিন বলেন, ‘আমি আমার মতো থাকতে চাই। কোনো কোন্দলে যাব না। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যকরী সদস্য পদে নির্বাচন করব। আশা করছি, আমাকে যারা ভালোবাসেন তাদের রায় পাব। সবার দোয়া চাই।’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

বিজ্ঞাপন

কেইউ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |