ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাসরিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ , ০৭:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এ দুটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন মিশা সওদাগর-জায়েদ খান ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ। এবারের নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নাসরিন। তবে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জানান, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নাসরিন গণমাধ্যমকে বলেন, ‘আমাকে চলচ্চিত্রের সবাই বলছেন যেন স্বতন্ত্র থেকে নির্বাচন না করি। কোনো প্যানেল থেকে দাঁড়িয়ে নির্বাচন করি। আমি তা করব না। তবে সবার অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি সিনেমায় আমার সিনিয়রদের সম্মান করি। তাদের কথা রাখলাম। এবার যেই প্যানেল আসুক আশা করি শিল্পীদের জন্য ভালো কিছু করবে। সমিতি কারও ব্যক্তি সম্পত্তি না হোক। দুই প্যানেলেই আমার প্রিয়জনরা আছেন। তাদের জন্য শুভকামনা।’

বিজ্ঞাপন

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |