ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

স্বামী রণবীরকে ১০ এর মধ্যে ২ দিলেন দীপিকা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ , ১০:৩৬ পিএম


loading/img
ফাইল ছবি

‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবৎ’ থেকে হালফিলের ‘৮৩’-সহ একাধিক ছবিতে জুটি বেঁধেছেন দু’জনে। যখন-তখন একে অন্যের প্রশংসাতেও পঞ্চমুখ। এ বার কী এমন হল যে, বলিউড স্টার দীপিকা পাড়ুকোনের খাতায় ডাহা ফেল করে গেলেন স্বামী রণবীর সিংহ?

বিজ্ঞাপন

নিজের নতুন ছবি ‘গেহরাইয়াঁ’র প্রচারে বেরিয়েছিলেন দীপিকা। সাংবাদিকদের মুখোমুখি হতেই ছবি, অভিনয় থেকে ব্যক্তিজীবন, সব নিয়েই একের পর এক প্রশ্ন। টোল পড়া গালে, মিষ্টি হাসিতে ধৈর্য ধরেই উত্তরও দিয়ে যাচ্ছিলেন পর্দার ‘পিকু’। সেখানেই স্বামী রণবীরের গানের গলা বিচার করার আবদার। এবং দীপিকার সটান দাবি, এ ক্ষেত্রে রণবীরকে ১০-এ ২ দেবেন তিনি!

তবে কি গানের গুঁতোয় নাজেহাল অবস্থা রণবীর-ঘরনির? সে উত্তর মেলেনি। শুধু বলেছেন র‌্যাপিংটা রণবীর ভালো পারলেও গান আর র‌্যাপিং একেবারেই আলাদা জিনিস।

বিজ্ঞাপন

আর নিজের গানের গলা? তা নিয়েও তেমন সন্তুষ্ট নন দীপিকা। 'ছপাক'-এর অভিনেত্রী বলেছেন, “আমিও ভালো গাইতে পারি না। রণবীর নিশ্চয়ই আমায় ১০-এ ১০ই দেবে। তবে আমি বলব ৬ কিংবা ৭।”

সূত্র: আনন্দবাজার।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |