ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

'কাঁচা বাদাম' গানে তুমুল নাচলেন নীল-তৃণা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ , ০৪:৪৭ পিএম


loading/img

দেখতে দেখতে একসঙ্গে পথচলার এক বছর পার করলেন তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। গেল ৪ ফেব্রুয়ারি ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি নিজেদের মনের মতো করে কাটিয়েছেন তারা।

বিজ্ঞাপন

কলকাতার অদূরেই এক রিসোর্টে বন্ধুদের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন নীল-তৃণা। হাওড়ার অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্টে বিবাহবার্ষিকীর জমকালো পার্টিতে কালো রঙের সিফন-নেট শাড়িতে সেজেছিলেন তৃণা। তার শাড়ির পাড়ে সাদা পোলকা ডট এবং পাড়ের সঙ্গে মিল রেখেই পিঠখোলা ব্লাউজ পরেছিলেন তিনি। অন্যদিকে, নীলকে দেখা গেছে সাদা প্যান্ট, সাদা টি-শার্টের সঙ্গে কালো রঙের পার্টি ব্লেজারে।

বিবাহবার্ষিকী উদযাপনের ফাঁকে ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’-এ তুমুল নেচেছেন এই তারকা দম্পতি। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে নীল লিখেছেন, ‘প্রথম বিবাহবার্ষিকী, আমাদের পাগলামি’। তাদের নাচের ভিডিওটি নেটাগরিকদের নজর কেড়েছে। ইতোমধ্যে ভিডিওটি অর্ধ লাখ মানুষ দেখেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অভিনয় ক্যারিয়ার শুরুর আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন নীল-তৃণা। নানান বাধা-বিপত্তি পেরিয়ে গেল বছরের ফেব্রুয়ারিতে দুজনের ১০ বছরের প্রেম বিয়ের পিঁড়িতে গড়ায়।

বর্তমানে ‘উমা' নিয়ে ব্যস্ত সময় পার করছেন নীল। ‘কৃষ্ণকলি’র সফর শেষ হওয়ার আগেই নতুন সফর শুরু করেছেন তিনি। অন্যদিকে স্লট বদল হলেও ‘গুনগুন’ হয়ে দর্শক মনে রাজ করছেন তৃণা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |