ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

হিজাব ইস্যুতে মুখ খুলে বিতর্কে কঙ্গনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ , ০৬:২২ পিএম


loading/img

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অপরের সঙ্গী। তাকে ঘিরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। ‘বিতর্কের রানী’ বলা চলে তাকে। এবার হিজাব ইস্যুতে মুখ খুলে ফের বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ভারতের কর্ণাটকে হিজাব পরার কারণে ক্লাসে নিষিদ্ধ হওয়া ছাত্রীদের নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। এ নিয়মের বিরুদ্ধে একে একে অনেকেই মুখ খুলছেন। তবে কঙ্গনা হেঁটেছেন উল্টো পথে।

বিজ্ঞাপন

নেটিজেনদের মতে, হিজাব ইস্যুতে কঙ্গনার মন্তব্য একপাক্ষিক। তিনি বরাবরই রাষ্ট্রের হয়ে কথা বলেন। দেশের যেকোনো ঘটনায় তার মন্তব্যে গেরুয়া শিবিরের প্রভাব লক্ষ্য করা যায়।

ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা লিখেছেন, 'যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।'

বিজ্ঞাপন

এদিকে তার সেই পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী শাবনা আজমি। তিনি লেখেন, 'যত দূর আমি জানি, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তাই তো?'

প্রসঙ্গত, ভারতের কর্ণাটকজুড়ে চলা উত্তেজনার মধ্যে বোরকা-হিজাব পরে কলেজ ক্যাম্পাসে এসে হয়রানির শিকার হয়েছেন মুসকান খান নামে এক ছাত্রী। তবে গেরুয়া উত্তরীয় পরা একদল যুবকের ‘জয় শ্রীরাম’ স্লোগানের সামনে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে অবিচল থেকেছেন ওই ছাত্রী। এ ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, হিজাব পরে মুসকান যখন তার স্কুটি পার্কিং করে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন বেশ কিছু মানুষ তাকে অনুসরণ করছে। গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি ‘জয় শ্রী রাম’ শ্লোগানে মুসকানের দিকে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করছে। মুসকানও তখন ভিড়ের দিকে ফিরে হাত তুলে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে থাকে।

প্রসঙ্গত, এর আগেও ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কঙ্গনার বিরুদ্ধে মামলা হয়েছে। এ নায়িকার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আম আদমি পার্টির (এএপি) নেতা প্রীতি মেনন।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |