ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ঈদে মা আমাকে নিয়ে খুব চিন্তায় থাকতো: দীঘি

আসিফ আলম

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০২:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলছে ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে সবার মাঝেই দেখা যাচ্ছে এক ভিন্ন আমেজ। পরিবারের সাথে ঈদ করতে অনেকেই গিয়েছেন দেশের বাড়ি। পাশাপাশি এই ছুটিতে বাড়তি আনন্দ যোগ করতে টিভি চ্যানেল, ওটিটি, ইউটিউবে আসছে অনেক নতুন নাটক, ওয়েবফিল্ম শুরু করে নানা ধরনের কন্টেন্ট। পাশাপাশি নিজেকে একটু সবার থেকে ভিন্ন করে সাজাতে নিচ্ছেন অনেকেই অনেক প্রস্তুতি। সবকিছু মিলিয়ে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ঈদ নিয়ে পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আরটিভির সঙ্গে কথা হলো অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। জানালেন ঈদ পরিকল্পনাসহ নানান কথা।

বিজ্ঞাপন

480862450_2013914825771180_946042605022143377_n

আরটিভি: ঈদের পরিকল্পনা নিয়ে জানতে চাই... 

বিজ্ঞাপন

দীঘি: ঈদ প্রতিবার পরিবারের সঙ্গে ঢাকাতেই করা হয়। এবারও করছি। তবে এবার ঈদটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমার জংলি ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে যেমন অনেক বেশি উত্তেজনা কাজ করছে ঠিক তেমনি বেশ নার্ভাসো আমি। ঈদের দিন সকাল থেকে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে হল ভিজিটে যাওয়ার ইচ্ছা আছে। 

487077862_2045135379315791_4347522956703223180_n

আরটিভি: ঈদ নিয়ে মজার কোন স্মৃতি... 

বিজ্ঞাপন

দীঘি: ছোটবেলার ঈদের দিনের কথা মনে পড়লে এখন হাসিই পায়। তবু অন্যরকম এক ভালো লাগা কাজ করে মনে। কত সহজ-সরল আর ভাবনাহীন ছিল শৈশবের ঈদ। সকালে গোসল সেরে বড়দের সালাম দিয়ে শৈশবের ঈদ শুরু হতো। সালাম দিয়ে সালামির জন্য দাঁড়িয়ে থাকতাম! সালামি নিয়ে সে কত কত স্মৃতি, কত কী কিনতাম! তখন একমাত্র সালামির টাকাগুলোকেই নিজের টাকা মনে হতো। এ ছাড়া তেমন টাকাই হাতে পেতাম না নিজের মতো করে। তাই তো সালামি হাতে পেলে বসতাম রাজ্যের পরিকল্পনায়। যদিও শেষ পর্যন্ত তেমন কিছুই করা হতো না।

480215218_2011069732722356_8207600776300185798_n

তাছাড়া আগে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় ছবি মুক্তি পেত। এখন বড় হবার পর এবার ঈদে সিনেমা মুক্তি পেয়েছে আর  তাই ঈদটা অনেক স্পেশাল। আগে মা খুব চিন্তা করতো ঈদে যখন সিনেমা মুক্তি পেতো আমার। তখন তো কিছু বুঝতাম না তবে এখন বুঝতে পারছি। 

আরটিভি: এখন ঈদে কোন বিষয়টি মিস করেন? 

476445282_2002711723558157_8497295407715161151_n

দীঘি: ঈদে মাকে খুব মিস করি। মায়ের হাতের রান্না খুব মিস করি। ঈদের দিনে মায়ের হাতের রান্না খেতাম মজা করে। জগতের সব মায়ের মতো আমার মাও রান্না করতেন অনেক মজা করে। আজ মা নেই। তাই এখন ঈদের দিনের সব রান্না আমিই করি। কেবল রান্নাবান্না নয়, ঘর গোছানো থেকে শুরু করে ঈদের দিনের সব কাজ একাই সামলাই বলা যায়!

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |