শিল্পী সমিতির নির্বাচনের পর গেলো ২৯ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে তাকে 'আজীবন নিষিদ্ধ' ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭ সংগঠন। তবে এসবে কোনো পাত্তা না দিয়ে সিনেমার শুটিং করছেন পীরজাদা শহীদুল হারুন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, ''কিসের অবাঞ্চিত, আমি মাত্র শুটিং করে এলাম। আমার মুখে মেকাপ দেওয়া আছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় 'অসম্ভব' ছবির শুটিং করেছি। আমি অবাঞ্চিত হলে শুটিং করতাম কীভাবে?'
পীরজাদা হারুন আরও বলেন, 'কোনো গঠনতন্ত্রে নেই অবাঞ্চিত করা যাবে। সুতরাং অবাঞ্চিত করা নিয়ে কোনো চিন্তা করছি না। যদি করতাম তাহলে শুটিং করতে পারতাম না।'
এই অভিনেতার ভাষ্য, 'আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে একাধিকবার একাধিক শিল্পীদের অবাঞ্চিত করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। তাই অবাঞ্চিত করা হয়েছে শুনে আমার মোটেও খারাপ লাগছে না।'
তিনি যোগ করেন, 'নির্বাচন নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো কিছুই একা নিইনি। যারা আমাকে অভিযোগের কাঠগড়ায় তুলছেন তারা ভুল বলছেন। এফডিসিতে ভোটের দিন পরিচালকদের ঢুকতে অনুমতি দিইনি এই অভিযোগ তুলছেন। কিন্তু এই সিদ্ধান্ত আমার একার না। যারা হেরে যায় তারা নির্বাচনের পর নানান অভিযোগ তোলে। এটা বাঙালির জাতিগত সমস্যা। বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আমার বিবেক জানে আমি সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন করেছি।'