ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বানরের কামড়ে আহত চিত্রনায়িকা তমা মির্জা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ মার্চ ২০২২ , ০৪:৫২ পিএম


loading/img

বানরের কামড়ে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একটি নাটকের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাকে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে নায়িকা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ডাক্তাররা।

বিজ্ঞাপন

তমা মির্জা বলেন, ‘বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ছিলাম, শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম। হঠাৎ বানরটি আমার বা হাতে কামড়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘ডাক্তার জানিয়েছেন, চিন্তার কিছু নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন। তবে হাতে এখনো জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি।’

বিজ্ঞাপন

জানা গেছে, এ ঘটনার পর নাটকটির দৃশ্যধারণ সাময়িকভাবে বন্ধ ছিল। তবে বেশি অপেক্ষা করতে হয়নি, তমাকে ডাক্তার দেখানো শেষে পুনরায় শুটিং শুরু হয়েছে। ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের নাটকটি আসছে ঈদুল ফিতরের জন্য নির্মিত হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |