ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বাবা হারালেন সংগীতশিল্পী ঐশী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ মার্চ ২০২২ , ০৯:০৩ এএম


loading/img

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর বাবা আবদুল মান্নান মিলন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

ঐশীর বাবা নিজবাসায় হার্ট অ্যাটাক করেন। এরপর দুই ছেলে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত দেড় মাসের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক করেন আবদুল মান্নান মিলন। এর মধ্যে তার হার্টে রিংও বসানো হয়েছে।

বিজ্ঞাপন

 সঞ্চালক মৌসুমী মৌ বাবার সঙ্গে তোলা ঐশীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সংগীতশিল্পী ঐশীর বাবা, শ্রদ্ধেয় আবদুল মান্নান মিলন আঙ্কেল রাত ১২.৩ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন। আঙ্কেলের আত্মার শান্তি কামনা করছি।’

তিনি আরও লেখেন, ‘ঐশীর বাবার প্রথম জানাজা বাদ ফজর তানার বাসার কাছে অবস্থিত মহাখালীর আজরতপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এই মসজিদেই তিনি নামাজ আদায় করতেন। এরপর তার মরদেহ নোয়াখালীর উদ্দেশে রওনা হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।'

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |