ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

অভিষেক বলছে তুমি ল্যাপটপটা খোলো, উত্তর দাও : স্ত্রী সংযুক্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৪ এপ্রিল ২০২২ , ১১:০৯ পিএম


loading/img

টালিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জির মৃত্যুর পর তার পরিবার আর্থিক সংকটে পড়েছেন। প্রয়াত অভিনেতার পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন নামি তারকা। এসব ভুয়া খবরের গুঞ্জন আগেই উড়িয়ে দিয়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি।

বিজ্ঞাপন

তবে রোববার (৩ এপ্রিল) অভিষেকের শ্রাদ্ধের দিন ফের সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেছেন স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি।

অভিষেকপত্নী বলেন, ‘ওর (অভিষেক) চলে যাওয়ার পর আমি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছিলাম। তবে অনেক কথা কানে আসছিল। এক অভিনেতা আমাকে আর্থিক সাহায্য করেছে, একজন নামী ক্রিকেটার আমার মেয়ের সব দায়িত্ব নেবে- এমন কথাও কানে আসে। তবুও চুপ ছিলাম। কিন্তু যখন কানে এলো অভিষেক আর্থিকভাবে স্বচ্ছল ছিল না, আমি সবার কাছে হাত পাতছি। তখন মনে হলো আর নয়, এবার জবাব দিতে হবে। মনে হলো, অভিষেক নিজেই আমাকে বলছে তুমি ল্যাপটপটা খোলো, উত্তর দাও। তাই ফেসবুকে সবটা লিখলাম।'

বিজ্ঞাপন

তিনি আরও জানান, 'আমি নিজেও আর্থিকভাবে স্বাবলম্বী। বর্তমানে আমি যুক্তরাজ্যভিত্তিক একটি ফিনটেস সংস্থায় কর্মরত আছি। আর তাই অভিষেকের পরিবারের কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গুজব রটেছে, দয়া করে তা বিশ্বাস করবেন না। অভিষেক অসাধারণ একজন মানুষ ছিলেন। সে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করেই গেছে। তার কাছে পরিবারই সব ছিল। অভিষেকের অবর্তমানে আমাদের যাতে কোনো কষ্ট না হয়, সেই বিষয়টি সে নিশ্চিত করে গেছে।'

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |