ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দর্শককে প্রতারিত করতে চাই না : বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ০৩:৩২ পিএম


loading/img

জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপাশা হায়াত। ৯০ দশকের টেলিভিশন পর্দায় নিয়মিত মুখ ছিলেন তিনি। শুধু অভিনয়ে নয়, একজন নাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও বেশ প্রশংসিত হয়েছেন। প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে শিল্পের চর্চা করছেন। অভিনয়ে তার উপস্থিতি না থাকলেও একজন চিত্রশিল্পী হিসেবেই নিজেকে মেলে ধরেছেন। পাশাপাশি নিপুণ হাতে সামলে চলেছেন সংসার, সন্তান।

বিজ্ঞাপন

করোনা সংকট শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিপাশা হায়াত। গত ২ এপ্রিল স্বামী-সন্তান যুক্তরাষ্ট্রে রেখে একটি বিশেষ কাজে তিনি একাই ঢাকায় ফিরলেন। তবে এ যাত্রায় খুব বেশিদিন থাকবেন না তিনি।

জানা গেছে, আগামী ১৬ এপ্রিল থেকে রাজধানীর গ্যালারি চিত্রকে শুরু হবে বিপাশার একক চিত্রপ্রদর্শনী। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ প্রদর্শনী। করোনা সংকটের সময় যুক্তরাষ্ট্রে  চিত্রকর্মগুলো একেছেন তিনি। বিপাশা হায়াতের এটি সপ্তম একক প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ২০০টির বেশি ছবি স্থান পাবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন অভিনয়ে অনুপস্থিত থাকা প্রসঙ্গে বিপাশার ভাষ্য, 'আমি এখন মঞ্চে কাজ করতে বেশি ইন্টারেস্টেড। কারণ, এ মুহূর্তে মানুষ যে ধরনের নাটক দেখতে চায়, সে ধরনের কাজ আমি বোধ হয় করতে পারব না। সেখানে আমি আসলে নিজেকে মিসফিট বা আনফিট যা-ই বলি না কেন, সেটাই মনে করি। আসলে দর্শককে আমি প্রতারিত করতে চাই না।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |