ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

হানিফ সংকেতের সুরে ৫ গুণী শিল্পী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৯ এপ্রিল ২০২২ , ০৯:৩০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ইত্যাদির চমকপ্রদ সব আয়োজনের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। এবারের এই বিশেষ গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন দেশ বরেণ্য ৫ জন সংগীতশিল্পী। সাবিনা ইয়াসমিন, রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ফাগুন অডিও ভিশন জানায়, শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটির ধারণ কাজে সহযোগিতা করেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতস্ফূর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়।

গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে ট্রমা ইনস্টিটিউটস এর শতাধিক শিক্ষার্থী। যারা গানটির সঙ্গে বিভিন্ন কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছেন। কোরিওগ্রাফার ছিলেন মনিরুল ইসলাম মুকুল।

বিজ্ঞাপন

কথা ও সুরের ভিন্নতা, শিল্পীদের পরিবেশনা, চিত্রায়ন, শিক্ষার্থীদের চমকপ্রদ কোরিওগ্রাফি আর স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি-সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্নরকম আবহ সৃষ্টি করেছে বলে জানায় ইত্যাদি কর্তৃপক্ষ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে এবারের ইত্যাদি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |