ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

অবশেষে সুবাহকে তালাক দিলেন ইলিয়াস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ , ০৫:৪২ পিএম


loading/img

অবশেষে কাদা ছোড়াছুড়ি পর্ব শেষ হলো। নায়িকা সুবাহকে তালাক দিলেন তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইন। তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। ইলিয়াসের পক্ষ থেকে দেওয়া তালাকের কাগজটি আরটিভি নিউজের হাতে এসে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আলাপকালে ইলিয়াস জানান, 'তার (সুবাহ) জীবন নিয়ে সে ভালো থাকুক, আমারটা নিয়ে আমি। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।'

গত বছরের ১ ডিসেম্বর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। এর কয়েক দিন পর সেটা প্রকাশ্যে আনেন। কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক। এক মাসের মাথায় তাদের দাম্পত্যে ফাটল ধরে।

বিজ্ঞাপন

বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন সুবাহ। এমনকি ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ইলিয়াস প্রথমে চুপ থাকলেও এবার পদক্ষেপ নিয়েছেন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৬,২৯,৩৫ ধারায় সুবাহর বিরুদ্ধে মামলা করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |