কুয়েটের হল বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৯ এএম


কুয়েটের হল বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা হল ছাড়বেন না ঘোষণা দিয়ে বলেছেন, হল ছাড়তে হলে পুলিশ-আর্মি দিয়ে রক্তের ওপর দিয়ে হল ছাড়াতে হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের  ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা জানান, জুলাই বিপ্লবের পর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েটে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা ছয় দফা দাবিতে অনড় আছেন। হঠাৎ করে তাদের আন্দোলন দমানোর এবং এই আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং দীর্ঘায়িত করার জন্য তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ চলছে। তাদের মধ্যে যে ১৫০ জন আহত হয়েছেন, তাদের খোঁজখবর একবারও কুয়েট প্রশাসন নেয়নি। শিক্ষার্থীদের পাশেও দাঁড়ায়নি। তারা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতিটি মানতে হবে। 

বিজ্ঞাপন

এর আগে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক কুয়েটে সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়ে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এরও আগে, গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অপর এক সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। 

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হন। পরের দিন বুধবার প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের ওই ঘটনার তদন্তে কমিটিও করা হয়। বুধবার রাতেই খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission