ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সংবাদ পাঠিকা রূপে নজর কেড়েছেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ মে ২০২২ , ০৮:২৩ পিএম


loading/img

ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। এবারের ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। তারই একটি ‘শুধু তুমিময়’। এই নাটকে সংবাদ পাঠিকা রূপে হাজির হয়ে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী। নাটকের দৃশ্য হলেও সাবিলার নতুন লুক দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক পেজে নাটকটির একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সাবিলা নূর যখন নিউজ প্রেজেন্টার’। এমন ক্যাপশনে অনেকেই ভেবেছিলেন সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেছেন সাবিলা। তবে তার সংবাদ উপস্থাপনা নাটকেই সীমাবদ্ধ।

‘শুধু তুমিময়’ নাটকটিতে সাবিলার সঙ্গী হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, আনন্দ খালেদ, মনিশাসহ অনেকেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |