বলিউডের তারকা অভিনেত্রী কারিনা কাপুর খান। বর্তমানে সুজয় ঘোষের ‘ডিভোশন অব সাসপেক্ট এক্স’ ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার (১২ মে) পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে শুটিং করছেন কারিনা। এদিন লাভার শেরপা গ্রাম টাঙ্কিদাঁড়াতে শুটিং করার সময় স্থানীয় গ্রামবাসী নায়িকাকে সংবর্ধনা দেন। তাদের সঙ্গে বেশ ভালো সময় কাটান এই অভিনেত্রী।
এর আগে গ্রামের স্থানীয় বাসিন্দারা প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ করেন, কারিনা যাতে তাদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করেন। বিষয়টি জানার পর সেই আমন্ত্রণ রক্ষা করেন কারিনা। পেম্বা শেরপা নামের এক নারীর বাড়িতে তার পরিবারের সঙ্গে প্রায় পাঁচ মিনিট সময় কাটান তিনি। এ সময় কারিনাকে খাদা (পাহাড়ি উত্তরীয়) পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
প্রসঙ্গত, কারিনা ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন জয়দীপ, বিজয় বার্মা।
সূত্র: হিন্দুস্তান টাইমস