ঈদ মানেই আনন্দ। এই আনন্দকে আরও একটু বাড়তি করে দিতে বরবারই টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করে থাকে নানান ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। ঘরে বসে টেলিভিশনে কিংবা অনলাইনের মাধ্যমে প্রচার হয় সে সব অনুষ্ঠান। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে নাটক। শত শত নাটক ঈদের এই সময়টাতে প্রচারে আসে। সেখান থেকেই দর্শক জনপ্রিয়তায় কিংবা মানুষের মুখে মুখে চলে আসে নাটকের সংলাপ, নামগুলো।
সেই বিবেচনায় বিনোদন বিশ্বে অনলাইন মাধ্যমটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব ফিল্মের পাশাপাশি নাটকের মানের দিকে নজর দেয় আরটিভি ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। তার ধারাবাহিকতায় প্রতি বছরের মতোই পবিত্র (গত) ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে আরটিভির পর্দায় ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাটক।
এবারের ঈদে গত ১ মে থেকে পরবর্তী ৩১ মে পর্যন্ত দর্শক জনপ্রিয়তায় উঠে এলো আরটিভি নাটকের নাম। ঈদ অনুষ্ঠান মালায় প্রতিটি চ্যানেলেই শতাধিক নাটক প্রচার হয়েছে। তবে ইউটিউবে ভিউয়ের দিক দিয়ে আরটিভি প্রথম স্থানে। দর্শকরা আরটিভির নাটক ইউটিউবে দেখেছেন ৪ কোটি ৫২ লাখের ওপরে।
সূত্র : VidIQ