ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

মৌসুমীর অডিও বার্তা প্রসঙ্গে যা বললেন ওমর সানী (অডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুন ২০২২ , ০৩:২৪ পিএম


loading/img

ওমর সানী- জায়েদ দ্বন্দ্বে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। একটি অডিও বার্তার মাধ্যমে তিনি সাংবাদিকসহ সবার উদ্দেশে বার্তা দিয়েছেন। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। গত তিন দিন ধরেই ওমর সানী ও জায়েদ দ্বন্দ্বে হাওয়া বদল হয়ে গেল। মৌসুমীর এমন অডিও বার্তা নিয়ে আরটিভি নিউজ থেকে কথা বলা হয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি বলেন, মৌসুমীর সঙ্গে বেশ কিছু দিন ধরে দূরত্ব চলছে। কিন্তু একই ছাদের নিচে থাকতে গেলে তো কখনো রাগ হয়, অভিমান হয়, আরও নানা সমস্যাই তো হয়। আমি যা বলেছি স্পষ্ট করেই বলে দিয়েছি। আমি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই। আমার পরিবারের প্রতি, মৌসুমীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে, আমার ছেলে-মেয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে। সে যা বলেছে, কি ভেবে বলেছে আই ডোন্ট নো ( আমি জানি না)। এ বিষয় নিয়ে একটু দূরত্ব চলছিল। 

কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সঙ্গে আমার ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলব না। কারণ, সে এখনও আমার স্ত্রী। আমার সন্তানের মা। একটা কথা বলতে চাই- আমি কি বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন আমার মেয়ে ফাইজা আছে। আমার ছেলে-মেয়েরা বলুক এই বিষয়গুলো। আমি এই বিষয়গুলো নিয়ে আর বেশি কথা বলতে চাই না।

বিজ্ঞাপন

তবে জায়েদ খানকে নিয়ে তিনি বলেন, ইন্ড্রাস্টির মানুষ জানে, রাষ্ট্র জানে, দেশের মানুষ জানে জায়েদ খানকে নিয়ে। সুতরাং এটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নেই। এর উত্তর আমার ছেলে -মেয়েরা দেবে। এর বেশি কিছু এখন বলতে চাই না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |