ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আরটিভিতে প্রচারিত ‘টিম ওয়েষ্ট ইন্ডিজ’ ধারাবাহিক নাটকের নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুন ২০২২ , ০৯:২৬ পিএম


loading/img

বরিশালের একটা গ্রামের ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে উঠেছে দুই দল। এক দল হলো গ্রামের স্কুল শিক্ষকের টিম। অন্য দলটি হলো গ্রামের ধনি চেয়ারম্যানের দল। গত দুইবছর যাবত টানা ফাইনাল খেলেছে এই দুই দল। কিন্তু প্রবলেম হলো স্কুল মাস্টারের দলের কাছে ফাইনালে দুইবার পরাজিত হয়েছে চেয়ারম্যানের দল। তাই এইবার আর চেয়ারম্যান কোনো রিক্স নিতে চায় না। সে ফাইনালের জন্য ঢাকা থেকে ক্রিকেটার কিনে এনে খেলাবে। যেই কথা সেই কাজ। এলাকার একজন ক্রিকেট কোচের মাধ্যমে খোঁজ লাগায় ঢাকার ভালো ক্রিকেটারের।

বিজ্ঞাপন

কোচ ঢাকায় একজন আন্দ্রে রাসেলের খোঁজ পায়। সে রাসেলের সাথে এই খেলা বিষয়ে ঢিল করে। টাকার বিনিময়ে আন্দ্রে রাসেল ভালো ভালো ক্রিকেটার নিয়ে ফাইনাল খেলতে বরিশাল যাওয়ার জন্য রাজি হয়। আন্দ্রে রাসেল এবং তার বন্ধু ডিজে ব্রাভোর সাথে বসে আলোচনা করে তারা ক্রিকেটার কোথায় পাবে? তখন তারা ক্রিস গেইলের ব্যাপারে জানতে পাবে।(ক্রিস গেইল হলো একজন সাবেক ক্রিকেটার। সে একসময় কয়েকটা ছয় মেরেছিলো দেখতে ক্রিস গেইলের মত হওয়ায় তাকে ক্রিস গেইল বলেই সবাই ডাকে। যদিও সে এখন কোনো ফর্মেই নাই) আন্দ্রে রাসেল এবং ব্রাভো গেইলের সাথে যোগাযোগ করে এবং গেইলের সাথে কথা বলে সে আরও একজন সাবেক ভালো খেলোয়াড়ের খোঁজ পেয়েছে।

এমনই গল্পে সপ্তাহের প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে ও পরবর্তীতে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়। আর ১০ পর্বের মধ্যেই বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাস গড়লো।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির মাইদুল রাকিব লেখেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের ধারাবাহিক নাটকের প্রথম ১০ পর্ব একদিনে ওয়ান মিলিয়ন প্লাস ভিউয়ের মাধ্যামে টিম ওয়েস্ট ইন্ডিজ নাটকটি দর্শকদের যে ভালবাসা পেয়েছে তা ইউটিউব আসার পর বাংলা নাটকের ইতিহাসে সত্যিই এক ধরনের রেকর্ড যা একজন পরিচালকের জন্য অনেক অনেক আনন্দের। টিম ওয়েস্ট ইন্ডিজকে মানুষ এত ভালবাসবে এত এত আগ্রহ নিয়ে দেখবে এতটা ভাবিনি।

তিনি আরও বলেন, ‘কিন্তু দর্শকদের নাটকটির প্রতি ভালবাসা দেখে ভাল কাজের আগ্রহ অনেক অনেক বেড়ে গেছে। আশা করব ২৬ পর্বের সিজন ১ ভূল ত্রুটি ক্ষমা করে উপভোগ করবেন। আপনাদের ভালবাসা রক্ষা করার জন্য আমরা ভবিষ্যতে সিজন ২ এর প্লান করতেছি। আশা করি সিজন ২ আরও উপভোগ্য করার জন্য আমরা চেস্টা করব। ধন্যবাদ জানাতে চাই নাটকের সকল আর্টিস্ট, কলা-কুশলী ও ভালবাসার দর্শকদের। বিশেষ ধন্যবাদ আরটিভিকে আমার উপর বিশ্বাস রাখার জন্য।’

মাইদুল রাকিবের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন সিফাত হোসেন।

বিজ্ঞাপন

এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষি আলম, তানজিম হাসান অনিক, সামিরা খান মাহি, শেহতাজ, পাভেল, ওলিউল হক রুমি , সামান্তা, স্বর্ণলতা শেহতাজ, পারভেজ সুমন, জয়নাল জ্যাক প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |