এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এ ব্যাপারে চম্পা বলেন, শরীরের হাড়ে হাড়ে ব্যাথা অনুভব করি। এরপর মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, বমিভাব, শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করে। চিকিৎসকের কাছে গেলে তারা আমাকে বিশ্রামে থাকতে বলেছেন।
সুস্থ হওয়ার পর 'একটি সিনেমার গল্প' ছবির শুটিং শুরু করবেন চম্পা। ছবিটি পরিচালনায় পাশাপাশি চম্পার বিপরীতে অভিনয় করবেন আলমগীর।
তিনি চলচ্চিত্র অভিনেত্রী ববিতা ও সুচন্দার বোন। শিবলী সাদিক পরিচালিত 'তিনকন্যা' চলচ্চিত্রের মাধ্যমে চম্পা চলচ্চিত্রের জগতে আগমন করেন। চম্পার অভিনয় দক্ষতা ও ছবির ব্যবসায়িক সাফল্য তাকে চলচ্চিত্রে সাফল্য এনে দেয়। তিনি সত্যজিত রায়ের ছেলে সন্দ্বীপ রায়ের 'টার্গেট' এবং বুদ্ধদেব দাশ গুপ্তের 'লালদরজা' সিনেমাতে অভিনয় করার সুযোগ পান।
এভাবে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরেছিলেন তিনি। গৌতম ঘোষ পরিচালিত 'পদ্মা নদীর মাঝি' চলচ্চিত্র তাকে খ্যাতি এনে দেয়। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে প্রায় শ'র বেশি সিনেমাতে অভিনয় করেছেন চম্পা। চলচ্চিত্রের পাশপাশি সম্প্রতি তাকজে টেলিভিশন নাটকেও কাজ করতে দেখা গেছে।
এইচএম