ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কারাগারে রাখি সাওয়ান্ত!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৮ জুলাই ২০১৭ , ০১:৩৮ পিএম


loading/img

বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের জামিন খারিজ করে দিয়েছেন লুধিয়ানার একটি আদালত। তার বিরুদ্ধে নতুন করে ওয়ারেন্ট জারি হয়েছে।

বিজ্ঞাপন

গেলো বৃহস্পতিবার বোরখা পরে আদালতে আত্মসমর্পণ করেন রাখি। ওইদিন জামিন পেয়ে গেলেও একদিন পরেই তা খারিজ হয়ে যায়। আদালত তাকে ৭ আগস্ট হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন। খবর এবিপি আনন্দ। 

রাখি বিরুদ্ধে অভিযোগ, এক টিভি শোয়ে ঋষি বাল্মিকী সম্পর্কে 'আপত্তিকর' মন্তব্য করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার রাখির আদালতে হাজিরা দেয়ার কথা ছিল। কিন্তু তিনি না আসায় জামিন বাতিল করে নতুন করে পরোয়ানা জারি করে আদালত।

এদিকে রাখি তার মন্তব্যের জন্য বাল্মিকী সম্প্রদায়ের কাছে বিনা শর্তে ক্ষমাপ্রার্থনা করেছেন। ১ লাখ টাকার দু'টো বন্ড জমা দিয়ে জামিন পান।

রাখি জানান, লুধিয়ানার ওই আদালতে তার ওপর অত্যাচার হয়। কোনো অন্যায় না করা সত্ত্বেও কয়েকজন তার প্রতি খারাপ মন্তব্য করে। তাইতো নিরাপত্তার স্বার্থে মামলাটি মুম্বাইয়ের আদালতে স্থানান্তরিত করার দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

এ অভিনেত্রীর ভাষ্য, নিজেকে কখনো বোরকায় ঢাকতে চাননি। কিন্তু এটা হলো তার নিজস্ব 'লিপস্টিক আন্ডার মাই বোরখা'র গল্প। এখন তার সাহায্য দরকার।

বিজ্ঞাপন

ভারতীয় এ অভিনেত্রী ও আইটেম গার্ল বাংলাদেশে 'আমি তোমার হতে চাই' ছবির 'ডিজিটাল প্রেম' আইটেম গানে পারফরম করেছেন। চিত্রনায়ক বাপ্পী ও মিম অভিনীত ছবিটি গেলো বছরের শেষে মুক্তি পায়। 

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |