ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

পেছনে অনেক বড় কাহিনী, এখন কিছু বলবো না : পূজা (ভিডিও)

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ০২:০১ এএম


loading/img

হালের আলোচিত নায়িকা পূজা চেরি। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সাইকো’। মুক্তির পর থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরছেন নায়িকা।

বিজ্ঞাপন

বুধবার (১৩ জুলাই) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘সাইকো’ দেখেন পূজা। সিনেমা শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছি। এটা তো কোরবানি ঈদ, এ সময় এতটা আশা রাখা উচিত না। কারণ কোরবানি ঈদে মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। ফলে তারা সিনেমা দেখার সময় বের করতে পারেন না। এই সময়ের মধ্যে ৭০-৮০ ভাগ মানুষ যে হলে আসছে, এটাই আমার কাছে বিশাল।’

Collage-Maker-14-Jul-2022-01-56-AM

বিজ্ঞাপন

পূজা বলেন, ‘কিছু কিছু অনুভূতি আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। পর পর দুইটা ঈদে নিজের সিনেমা আসা সত্যিই ভালোলাগার। আশা করবো, পরবর্তী সব ঈদে যেন আমার একটি করে সিনেমা আসে।’

নায়িকা জানিয়েছেন, ‘অনেকগুলো পছন্দের গল্প, অনেকগুলো পছন্দের প্রজেক্টের মধ্য সাইকো অন্যতম। গানের শুটিংয়ের সময় কিছু ক্লিপ ভাইরাল হয়েছিলো। তখন থেকেই মানুষের আগ্রহ বেড়েছে। এটার পেছনে অনেক বড় কাহিনী, সেটা বলতে গেলেও সিনেমা তৈরি হয়ে যাবে। সবগুলো সিনেমাতেই কিছু ম্যাসেজ থাকে। সাইকোতেও একটা ম্যাসেজ আছে। এখন কিছু বলবো না। দর্শক সিনেমা দেখবে, এরপর তাদের কাছেই শুনবো।’

291142517-793692672008775-5227734107861615791-n

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘এখনকার মানুষের রুচি অনেক পরিবর্তন হয়েছে। তারা ভালো গল্প, সুন্দর লোকেশন, সুন্দর কাস্টিং দেখতে চায়।’

অন্যদিকে নায়ক রোশান বলেন, ‘তৃতীয়বারের মতো ঈদে আমার ছবি মুক্তি পেয়েছে। ঈদ মানেই স্পেশাল, ঈদ মানেই বাড়তি আনন্দ। এ সময় নিজের ছবি মুক্তি পেলে একটু বেশিই ভালো লাগে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |