ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় : সানী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৭ জুলাই ২০২২ , ১১:৫৬ এএম


loading/img

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। বর্তমানে অভিনয়ের সঙ্গে যুক্ত না থাকলেও সামাজিক কর্মকাণ্ড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতেই নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক।

বিজ্ঞাপন

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়েও বেশ কথা বলেছেন তিনি। আবার সিনেমা হলে ছবিও দেখতে যান তিনি। এবার ফেসবুকে নিজের ছবি দিয়ে ফেসবুকে ক্যাপশনে লেখেন, ‘জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে অনেক হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়।’

 

বিজ্ঞাপন

তার সেই স্ট্যাটাসে ভক্তরা বেশ আনন্দিত। অনেকেই মন্তব্যে প্রশংসা জানিয়েছেন। আবার এটাও দাবি করেন ভক্তরা যে, এভাবেই নিয়মিত ভালো ভালো কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লেখার মতামত জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর মধুমিতা সিনেমা হলে অনন্ত জলিলের আমন্ত্রণে ‘দিন দ্য ডে’ ছবিটি উপভোগ করেছেন ওমর সানী। এবার ফেসবুক লাইভে এসে ছবিটির প্রশংসা করলেন তিনি। পাশাপাশি অনন্ত জলিলের সঙ্গে ফোনে কী কথা হয়েছিলো সেসবও জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |