ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

এস আই টুটুলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৪:০১ পিএম


loading/img

শোবিজে সংসার ভাঙার হিড়িকে কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। তবে এখন আর সেই তকমা থাকছে না। বছর খানেক আগে এই দম্পতির ২৩ বছরের সংসার ভেঙে গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ জুলাই) এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। এরপরই টুটুল-তানিয়া দম্পতির ভাঙনের খবর সামনে আসে।

বিচ্ছেদ প্রসঙ্গে তানিয়া গণমাধ্যমকে জানান, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও (এস আই টুটুল) ওর লাইফ নিয়ে ভালো থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সব সময়।’

বিজ্ঞাপন

293461543-861351538157633-4984733698955933980-n

দ্বিতীয় স্ত্রী শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে এস আই টুটুল

বিজ্ঞাপন

তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গত ৪ জুলাই আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী এস আই টুটুল। বর্তমানে তারা নিউইয়র্কে থাকছেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে হয় টুটুল-তানিয়ার। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। তারা হলেন- অনয়, শ্রেয়াস ও আরশ। এ ছাড়াও আয়াত ও সামিয়া নামে দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |