ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, যা বললেন এস আই টুটুল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৮ জুলাই ২০২২ , ০৪:১৯ পিএম


loading/img

ঘর ভেঙেছে তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদের। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্যের ইতি টেনে বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। চলতি মাসেই (৪ জুলাই) দ্বিতীয় বিয়ে করেছেন গায়ক। তার নতুন স্ত্রী আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়া।

বিজ্ঞাপন

প্রথম স্ত্রী তানিয়ার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে টুটুল গণমাধ্যমকে জানান, ‘আমি তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়েছে।’

অন্যদিকে তানিয়া জানান, ‘সমঝোতার মাধ্যমেই আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। বিষয়টি গোপনই ছিল। ও (এস আই টুটুল) ওর লাইফ নিয়ে ভালো থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সব সময়।’

বিজ্ঞাপন

293461543-861351538157633-4984733698955933980-n

দ্বিতীয় স্ত্রী শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে এস আই টুটুল

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টুটুল-তানিয়া। শোবিজে সংসার ভাঙার হিড়িকে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। তাদের সংসারে অনয়, শ্রেয়াস ও আরশ নামে তিন সন্তান রয়েছে। এ ছাড়াও আয়াত ও সামিয়া নামে দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |