ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ভোটযুদ্ধে বাবা, ছুটে গেলেন নায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ , ০৭:১৮ পিএম


loading/img

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন বাবা জয়নাল আবেদীন জিনু মণ্ডল। তার জন্য ভোট চাইতে ঢাকা থেকে ছুটে গেছেন চিত্রনায়িকা তানহা মৌমাছি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট চাইছেন তিনি।

বিজ্ঞাপন

তানহা মৌমাছি গণমাধ্যমকে বলেন, ‘বাবা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তার প্রতীক উটপাখি। ঢাকায় সব কাজ ফেলে বাবার জন্য ভোট চাইতে এসেছি। বাবা জয়ী হলে এলাকার উন্নয়নমূলক কাজগুলো করবেন।’

দীর্ঘ প্রায় ১১ বছর পর আগামী ২৭ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সম্প্রতি ‘বাসর ঘর’ সিনেমার শুটিং শেষ করেছেন তানহা মৌমাছি। সবশেষ ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন এই নায়িকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |