ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মা হচ্ছেন বিপাশা বসু!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ জুলাই ২০২২ , ১২:৩৫ পিএম


loading/img

বলিউড অভিনেত্রী বিপাশা বসুর মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছিল এর আগেও। এতে বেশ খুশি হয়েছিল তার ভক্তরা। তবে ভক্তদের আশাহত করে বছর দুয়েক আগে নিজেই না করে দিয়েছিলেন। তবে এবার আর না হওয়ার সম্ভবনা নেই।

বিজ্ঞাপন

কারণ বিপাশা বসুর মা হওয়ার খবরটি শোনা যাচ্ছে একদম ঘনিষ্ঠমহল সূত্রেই। বলিউডে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখান থেকে পাওয়া তথ্যমতে, খুব শিগগিরই বিপাশা ও করণ সবার সঙ্গে শেয়ার করে নেবেন সুখবরটি।

তবে চলতি বছরের মার্চে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে পরিবারের সঙ্গে নৈশভোজে দেখা গিয়েছিল বিপাশাকে। নীল রঙের একটি শার্ট জাতীয় পোশাক পরেছিলেন তিনি; যা বেশ ঢিলেঢালা ছিল। তার পাশে চলে আসেন করণ সিং গ্রোভার। গুঞ্জনটা তখন থেকেই শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি বিপা বসু ও তার স্বামী।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন তারা। তবে এখনও পর্যন্ত কোনো সন্তান নেই দু’জনের।

সূত্র : জি নিউজ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |