ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এই কালচার ক্ষতিকর : ফারুকী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ০৯:০৭ এএম


loading/img

তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজস্ব নির্মাণশৈলীতে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অন্যান্য নির্মাতাদের কাজেও উৎসাহ জোগান তিনি।

বিজ্ঞাপন

গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত মিস্ট্রি ড্রামা ঘরানার ‘হাওয়া’। সিনেমাটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসে। দর্শক সিনেমাটি দেখার জন্য মুখিয়ে ছিলেন এবং মুক্তির পরই তারা প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়েন। তবে হাওয়া পরিবর্তন হতে খুব বেশি সময় লাগেনি। আলোচনার পাশাপাশি সমালোচনায় জড়িয়ে পড়ে ‘হাওয়া’। এবার বিষয়টি নিয়ে নিজস্ব মতামত জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

Collage-Maker-04-Aug-2022-09-06-AM

বিজ্ঞাপন

বুধবার (৩ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘যদিও আমি ইদানিং যেটা ফলো করি সেটা হচ্ছে, আজাইরা কথার উত্তর না দেওয়া। কিন্তু সুমনের বিরক্তির কারণটাও বুঝতেছি। আজাইরা কথা বারবার বলতে থাকলে কিছু লোক বিশ্বাস করে বসে। এখন দুনিয়ায় বহু মানুষ তো আজব আজব অনেক কিছু বিশ্বাস করে। আপনি হোয়াইট সুপ্রিমেসিস্টদের গ্রুপগুলাতে গিয়ে যদি দেখেন, তারা কি কি জিনিস বিশ্বাস করে, আকাশ থেকে পড়বেন। এই সব নিয়েই আমাদের জীবন।’

তিনি আরও লিখেছেন, ‘আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে সুমনের ছবি। সেটা বলতেও পারেন। কিন্তু ছবি মুক্তি পাইতে না পাইতেই নকল নকল রব তোলাটা খুবই বাজে কাজ। আমার টেলিভিশন ছবির সময়ও এই জিনিস আমি দেখেছি। তখন আমি কাকে জানি বলেছিলাম, ভাইরে... আমি আগের রাতে যে স্ক্রিপ্ট লিখি, পরের দিন ওটাকেই ঠিকমতো নকল করতে পারি না, ইমপ্রোভাইজ কইরা ফালাই, সেখানে আরেকজনের বানানো ছবি কেমনে কপি করব। সুমনের ছবির ক্ষেত্রেও আমি একই কথা বলতে চাই।’

Collage-Maker-04-Aug-2022-09-07-AM

বিজ্ঞাপন

নির্মাতার ভাষ্য, ‘অনলাইনের এই তাণ্ডব নিয়ন্ত্রণ করার ফর্মুলা আমার জানা নাই। তবে এখানে একটা আবেদন জানাইয়া রাখতে পারি, আমাদের ছোট ইন্ডাস্ট্রি। এখানে ছবি বের হওয়ার পরেই আমরা কেউ খড়গ হাতে নামি বাতিল করার জন্য, আরেকদল কোনো একটা ছবিকে বড় করার জন্য, বাকি সকল ছবিকে আবেগের আতিশয্যে বাতিল ঘোষণা করি! এই কালচার ক্ষতিকর। দশে মিলি করি কাজ।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |