ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

অবিলম্বে ছবিটির মুক্তি চাই : তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ , ০৩:২৮ পিএম


loading/img

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হলেও মিডিয়া সব মাধ্যমেই পদার্পণ তার।

বিজ্ঞাপন

তবে তিশার শুরুটা হয়েছিল গান দিয়েই। খুব অল্প সময়ের মাঝে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দাগ কেটেছেন দর্শকদের মনে। বর্তমানে ছোট পর্দা, মডেলিং কিংবা বড় পর্দায় সব অঙ্গনেই সফল তিশা।

তবে তার অভিনীত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ সিনেমাটি এখনও সেন্সর বোর্ডে আটকে আছে। প্রায় সাড়ে তিন বছর ধরে আটকে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

তিনি ‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমাদের শিল্পী বা কলাকুশলীদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল, ‘শনিবার বিকেল’। ছবিটি বিনা কারণে আজকে সাড়ে তিন বছর সেন্সর বোর্ডে আটকা। অবিলম্বে ছবিটির মুক্তি চাই।”

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |